গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেল স্টেশনে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর স্টেশন মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি যেতেই পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে শুক্রবার ভোরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটি উদ্ধার করলেও রেললাইন মেরামতের কাজ চলায় এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।