তালতলীতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন কেশব চন্দ্র হাওলাদার সভাপতি নির্বাচিত ।

মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলাধীণ বেহালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মোঃ কামরুল হাসান ৮ সদস্যের মধ্যে উপস্থিত ৭ সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করেন। এতে অত্র বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক কেশব চন্দ্র হাওলাদার ৬/১ ভোটে সভাপতি নির্বাচিত হন।

১০ সদস্য বিশিষ্ট কমিটির বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, আ. ছালাম হাওলাদার, মো. শাহ আলম, মো. জাফর হোসেন খান, অজিত দেবনাথ, স্বপ্না রানী, শ্যামল চন্দ্র হাওলাদার, মো. সিদ্দিকুর রহমান ও কাজল লতা ভট্টাচার্য্য। এ ছাড়াও পদাধিকার বলে ম্যানেজিং কমিটির সদস্য সচিব হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপম ভট্টো।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি মাও. হারুনুর রশীদ ও তালতলী প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব উপস্থিত ছিলেন।