মৃধা শাহীন শাইরাজ, তালতলী (বারগুনা) প্রতিনিধি:বারগুনার তালতলীতে ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ইং সনের পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের মিলনায়তনে শুক্রবার সকালে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও তালতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সিদ্দিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, সহকারি প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, তালতলী থানার এস,আই কামাল হোসেন, ইউনুছ আলী হাওলাদার, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর ২০১৯ তারিখ থেকে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।