তালতলী ফেইসবুকে এস,এম,এস পেয়ে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নির্বাহী অফিসার

Loading

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে করোনা ভাইরাস প্রতিরোধে বড়বগী ও ছোটবগী ইউনিয়নের ১৬৩৫টি মধ্য ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জানাগেছে, রবিবার রাতে নির্বাহী অফিসার ফেইসবুকে এস,এম,এস পেয়ে শনিবার বেলা ১২টায় তালতলী উপজেলার তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও তালতলী সরকারী কলেজ মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে ১৬৩৫জন পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও ২ কেজি আলু বিতরন করেন।

বাংলাদেশ সরকার কর্তৃক দীর্ঘদিনের পলকডাউন ঘোষণার কারনে প্রতিদিনের শ্রমজীবি নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে খাবার সংকট দেখাদেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

খাদ্য সামগ্রী বিতরন করার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে, যারা এখনো ত্রাণ পাননি তারা আমার সাথে যোগাযোগ করলে ত্রাণ পৌছিয়ে দেয়া হবে।

খাদ্য সামগ্রী বিতরনের উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম মিঞা, বড়বগী ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর মিঞা, সাংবাদিক ও ইউপি সদস্য বৃন্দ।