দেবীদ্বারে করোনা ভাইরাস প্রতিরোধে থানা প্রশাসনের টহল

এ আর আহমেদ হোসাইন(দেবীদ্বার- কুমিল্লা)প্রতিনিধি :কুমিল্লা দেবীদ্বার উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় হলুদ পোশাক পরিহিত দেবীদ্বার থানা পুলিশ জনসচেতনতায় পৌরসভা কুমিল্লা -সিলেট মহাসড়কের প্রধান স্থানগুলো ঘুরে টহল মোহরা করেন।থানা অফিস্যার ইনচার্স মোঃ জহিরুল আনোয়ার তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৫ টায় বাজার মনিটরিং পথচারী লোকসমাগমসহ তধারকী করেন।

ওই সময় অফিসার ইনচার্স মোঃ জহিরুল আনোয়ার পথচারীদে উদ্দেশ্য বলেন- বিনা কারনে কেউ রাস্তায় হাটাঁ-হাটিঁ করবেন না। নিজে বাচুঁন অপরকে বাচাঁতে সুযোগ করে দিন। অন্যথায় আইনানুগ ব্যাবস্থা নিতে আমরা পুলিশ প্রশাসন প্রস্তুত।