দেশে নভেল করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ১৯৭ জনের মৃত্যু
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৮১০ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে আরও আট হাজার ৪৬৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ পাঁচ হাজার ৩৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন করোনা থেকে সুস্থ হলো।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৮টি ল্যাবে ৪১ হাজার ৭৫১টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪০ হাজার ৬৪১টি। করোনা শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ১৯৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০৮ জন ও নারী ৮৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ৭৩৩ জন ও নারী আট হাজার ৭৭ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৮ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন ও ১০০ বছরের ঊর্ধ্বে একজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে নয়জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন।
এ ছাড়া সরকারি হাসপাতালে ১৫৬ জন, বেসরকারি হাসপাতালে ৩২ জন ও বাসায় মারা গেছেন নয়জন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।