ধামরাইয়ে পরিত্যক্ত ঘর থেকে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন  (ধামরাই প্রতিনিধি)-ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের বার বাড়িয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে আমেনা বেগম নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওইনারী মানুষিক ভারসাম্য হীন বলে জানিয়েছে নিহতের স্বামী ও পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বারবাড়িয়া হাটের পাশে একটি পরিত্যক্ত টিনশেডের ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমেনা বেগম (৪৫) গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের হেলাল হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের বড় নালাই গ্রামের মৃত নোয়াব আলীর মেয়ে। তবে মানুষিক ভারসাম্যহীন থাকায় মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে অনত্র গিয়ে থাকতো ওই নারী।

নিহতের স্বামী হেলাল হোসেন জানান, দীর্ঘ দিন ধরেই তার স্ত্রী আমেনা বেগম মানুষিক রোগে ভুগছিলো। মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকায় পরিবারের সাথে যোগাযোগ ছিল না তার। গত ২-৩ তিন মাস পূর্বে সবশেষ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি স্ত্রী আমেনা। এরপর আজ দুপুরে বারবাড়িয়া হাটের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, বারবাড়িয়া হাটের পাশে থাকা ওই পরিত্যক্ত ঘরটিতে নিহত ওই নারী থাকতেন বলে জানিয়েছে স্থানীয়রা। আজ দুপুরে ঘর থেকে দূর্গন্ধ বের হলে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।