মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে মিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নদীপাড়ের আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫টি অবৈধ ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্লাস্টিক পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার ৫ইনভেম্বর দুপুরে উপজেলার উপর দিয়ে বয়ে যওয়া বংশী নদীর তীরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী হাকিম অন্তরা হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার টেটাইল ও বড় জেটাইলে সিন্ডিকেট করে একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী হাকিম অন্তরা হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ এবং বালু উত্তোলন কাজে ব্যবহ্নত মেশিন ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী হাকিম অন্তরা হালদার বলেন, আমতা ইউনিয়নের বড় জেটাইল অভিযান পরিচালনা করি। অবৈধ বালু উত্তোলনের জন্য পাঁচটি মেশিন ধ্বংস করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।