ধামরাইয়ে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার দায়ে ৫ টি ইট ভাটায় ৩৬ লাখ টাকা জরিমানা।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার দায়ে ৫ টি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।এসময় ইট ভাটাগুলোকে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয় ও সেই সাথে ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।জরিমানাকৃত ভাটাগুলো হল, এন কে সি ব্রিকস, হালিমা ব্রিকস, ডাউটিয়া ব্রিকস কে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।আর সান ব্রিকস ও আজিজ এন্ড ব্রিকস্ এর বিরুদ্ধে কার্যক্রম চলমান রয়েছে ।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।তিনি জানান, এ অভিযান চলমান প্রক্রিয়া এর অংশ হিসেবে আজ ঢাকার ধামরাইয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার জন্য তিনটি ইট ভাটাকে সর্বমোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।