ধামরাইয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্তে গ্রাম পুলিশদের ব্রিফিং অনুষ্ঠিত ।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে আইন শৃঙ্খলা সংক্রান্তে গ্রাম পুলিশদের নিয়ে আজ সোমবার ২০ শে জানুয়ারী সকালে ধামরাই থানা পুলিশের আয়োজনে ধামরাই থানা চও্বরে পুলিশ প্রশাসন ও গ্রামপুলিশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃমারুফ হোসেন সরদার বিপিএম-সেবা, পিপিএম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গ্রাম পুলিশের নিরাপত্তার জন্য সদা সর্বদা থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন, তারা পুলিশের একটি অংশ তারা আইন শৃঙ্খলা নিরাপত্তা বিধানের জন্য পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে।গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা যাতে আরো দীর্ঘ করা যায় সেদিকে সু-দৃষ্টি রাখার আশ্বাস দিয়েছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার তাদের মাঝে শীতের সোয়েটার ও সাল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা উত্তর ছাইদুর রহমান (অপরাধ), ঢাকা জেলা উত্তর ডিবি ওসি আবুল বাসার, ধামরাই থানার তদন্ত ওসি কামাল হোসেন, ধামরাই থানা অপারেশন ওসি মাসুদুর রহমান মাসুদ, কাওয়ালী পাড়া বাজার তদন্ত কেন্দ্রের আইসি রাসেল মোল্লা এবং ধামরাই থানার অন্যান্য অফিসার বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।