ধামরাইয়ে আদর্শ মানব কল্যান সোসাইটির উদ্যোগে কম্বল বিতরন

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই পৌরসভা ৫ নং ওয়ার্ডের দক্ষিন পাড়া মসজিদের সামনে আদর্শ মানব কল্যান সোসাইটির আহবায়ক কমিটি ধামরাই উপজেলা শাখার উদ্যোগে গরীব দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন।অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার দুলাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু। সঞ্চালনায় ছিলেন আরিফ দেওয়ান সদস্য সচিব আদর্শ মানব কল্যাণ সোসাইটি,আসাদুজ্জামান যুগ্ন আহবায়ক আদর্শ মানব কল্যাণ সোসাইটি,ধামরাই শাখা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক গোলাম সারোয়ার জুয়েল মহাসচিব আদর্শ মানব কল্যাণ সোসাইটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমিজ উজ্জামান সাঈদ সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, আব্দুল খালেক চৌধুরী সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ,
মঞ্জুরুল ইসলাম ভাইস চেয়ারম্যান আদর্শ মানব কল্যাণ সোসাইটি, ইসমাইল হোসেন প্রিন্সপাল আমিন স্কুল এন্ড কলেজ, কাজি লোকমান আলি বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক, পি সি হানিফ আহ্বায়ক আদর্শ মানব কল্যাণ সোসাইটি গাজীপুর শাখা।

প্রতিষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার দুলাল সরকার জানান ধামরাই বাসীর জন্য কিছু করার তাগিদে তাদের এই সংগঠন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।এছাড়া এই সংগঠনটি ভবিষ্যতে ধামরাইয়ে অসহায় ও দুস্থ মানুষদের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি এ সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।