ঢাকার ধামরাইয়ে কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ১১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ফ্রেরুয়ারী) বিকাল ৩ ঘটিকার সময় ধামরাই সোয়াপুর ইউনিয়নের কুরুঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ জাহিদুর রহমান মল্লিক(সেলিম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক ও সোয়াপুর ইউপি চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান সোহরাব, আনুষ্ঠানটি উদ্ধোধন করেন কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোসাঃ নাছিমা আক্তার ।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এস এস পেপার এন্ড বোর্ড মিলস লিঃ এর ডিরেক্টর মিসেস সায়েরা খাতুন (ডিনা), সুয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু সুবোধ কুমার সরকার, সাভার ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানসহ স্কুলের সকল শিক্ষকগণ উপস্তিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কুরুঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের আরেক প্রতিষ্ঠাতা মোঃ শুকুর মিয়া এবং খেলা পরিচালনা করেন অত্র স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ হাসান মাহমুদ চঞ্চল।

































