ধামরাইয়ে গরুর হৃষ্টপুষ্টকরন প্রদর্শনীর জন্য গো-খাদ্য বিতরণ।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে উপজেলার ১৬টি ইউনিয়নে খামারিদের মাঝে এন এ টিপি ফেস ২ এর আওতায় দানাদার খাদ্য, নালি গুর, ভিটামিন, লিভার টনিক, সাইনবোর্ড, ব্রিফিং ভাতা ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।উপজেলা প্রাণি সম্পদ অফিসের ব্যবস্থাপনায় আজ বুধবার দুপুরে ধামরাই প্রনিসম্পদ কার্যালয়ে এ গো-খাদ্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ তিথি তান্নেবি, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোসপিনা মুরমু, উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ইয়াকুব হোসেন, নুরুল ইসলাম, আব্দুল মোমেন, খোরশেদ আলম এবং ধামরাই উপজেলা ১৬টি ইউনিয়ন থেকে আসা খামারিরা।