প্রচ্ছদ অপরাধ ধামরাইয়ে গাছের চাপায় হ্যালোবাইকের ৫ যাত্রী নিহত। 

ধামরাইয়ে গাছের চাপায় হ্যালোবাইকের ৫ যাত্রী নিহত। 

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)  : ঢাকার ধামরাইয়ে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা সংগ্রহ করতে গিয়ে রাস্তার গাছের চাপায় হ্যালোবাইকের ৫ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরো দু’জন। সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় উপজেলার আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের চৌরাস্তা- মাদারপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আঞ্চলিক মহাসড়কের দু’পাশের টেন্ডারকৃত গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘনা ঘটে। ঘটনা ঘটার পরক্ষণে ঠিকাদারসহ গাছ কাটার শ্রমিক পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)দিপক চন্দ্র সাহা বলেন, নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ঘটনার সাথে জড়িতদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।