মাগুরায় ‘এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভায় তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের পরিচালক

Loading

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুনুর রশীদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মুন্সী জালালউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, জেলা ডেপুটি কমান্ডার এসএস আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ^াস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএস রফিকুল আলা।

মুক্তিযুদ্ধের স¥ৃতিচারণ উল্লেখ করে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়।