![]()
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে জুলেখা আক্তার শিখা নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুলেখা আক্তার শিখা (২৫) ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের মেহেদি হাসানের স্ত্রী। তার বাবার নাম মোহাম্মদ জসিম উদ্দিন,বাড়ি আশুলিয়া উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি এলাকায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে হঠাৎ প্রস্রাবের বেগে পেলে ঘুম ভেঙ্গে যায় স্বামী মেহেদী হাসানের।এসময় তার স্ত্রী জুলেখাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কক্ষের ভিতরে ফাইল কেবিনেটের সাথে হেলানো দিয়ে বসে থাকতে দেখে। পরে মেহেদীর ডাকে পরিবারের অন্য সদস্যরা এসে গৃহবধূ জুলেখাকে মৃত অবস্থায় দেখতে পায়।খবর পেয়ে পুলিশ সকালে ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়এ প্রাথমিকভাবে জুলেখা আক্তার শিক্ষার গলায় চিহ্ন পাওয়া গেছে, নিহতের স্বামী মেহেদী হাসানকে আটককরা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



































