ধামরাইয়ে জোর করে জমি দখল, পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে জোর করে জমি দখলের মামলায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ সাইদুর রহমান চাঁদ ওরফে চাঁন মিয়াকে (৩০) কালামপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।আজ শনিবার (৭ডিসেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের মাঠে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত সাইদুর রহমান চাঁদের বাড়ী ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের মোঃ সফিউদ্দিনের ছেলে।পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, মোঃ ফজলুল হক তার পৈত্রিক ওয়ারিস সুত্রে মালিক হইয়া তাহার ভুমিতে গৃহপালিত গবাদী পশুর জন্য ঘাস রোপন করেন।

কিন্তু মামলার আসামী মোঃ সাইদুর রহমান চাঁদ ওরফে চাঁনমিয়া সেই জমির ঘাস কেটে জোর করে দখল করতে গেলে মোঃ ফজলুল হক বাধা দিয়ে বলে তুমি তো এই জমির মালিক না তাহলে তুমি কেন আমার জমির আইল কাটিয়া দখল নিতে চাও কেন।

তখন বাক-বিতন্ডায় এক পর্যায়ে পাশে থাকা কোদাল দিয়ে ফজলুল হকের মাথা বরাবর একটি বারি দিলে সেটা মাথায় না লেগে ডান হাতের লাগিয়া হাড় ভাঙ্গিয়া যায়।

এছাড়া বাম হাত দিয়ে ফিরাতে গেলে সেই হাতে ও বারি লেগে হাত জখম হয়ে রক্ত বের হতে থাকে। পরে ফজলুল হকের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করে।

এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ খাইরুল লস্কর বলেন, জমিজমা নিয়ে মারামারি হওয়ায় একটি মামলা হয়েছে।মামলা নং ৪১৬। বিশেষ অভিযান চালিয়ে মোঃ সাইদুর রহমান চাঁদকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কোটে প্রেরণ করা হয়ছে।,