ধামরাইয়ে প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে অসহায় প্রতিবন্ধীদের মাঝে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ধামরাই কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।এ সময়ে প্রধান অতিথি বলেন, ধামরাইয়ে কোন শীতার্ত মানুষ শীতে কষ্ট করবে না সবাইকে শীত বস্ত্র দেওয়া হবে।

শীত বস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।