ধামরাইয়ে বাল্য বিবাহ শিশুশ্রম রোধ বিষয়ক ক্যাম্পেইন ও র‍্যালী অনুষ্ঠিত ।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঃ ঢাকার ধামরাইয়ে বাল্য বিবাহ,শিশুশ্রম রোধ বিষয়ক ক্যাম্পেইন ও র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই )দুপুরে সুয়াপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এফ এইচ এসোসিয়েশন সুয়াপুর এরিয়া অফিসের সহযোগিতায় ছাত্র-ছাত্রী ও এলাকা বাসিদের নিয়ে এ আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় এফ এইচ এসোসিয়েশন সুয়াপুর এরিয়ার প্রোগ্রাম ম্যানেজার আর্পনা রায় এর সভাপতিত্বে  ও বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,সুয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজয় চন্দ্র সাহা,ডাচ্ বাংলা ব্যাংক কালামপুর শাখার ম্যানেজার নিয়ামাত উল্লাহ্,গ্রামীণ ব্যাংক সুয়াপুর শাখার ম্যানেজার সুরঞ্জিত চন্দ্র রায়,এফ এইচ এসোসিয়েশন সুয়াপুর শাখার টিম লিডার উজ্জ্বলা ক্লারা রায়।

বক্তব্য কালে অতিথিরা বাল্য বিবাহ ও শিশুশ্রমের ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন,এবং বাল্য বিবাহ ও শিশুশ্রমকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে। সুন্দর সমাজ গঠণের প্রত্যয়ে আয়োজিত এ সভায় ছাত্র-ছাত্রী,শিক্ষক সহ এলাকার বিভিন্ন শ্রোনীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।