ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা ও তরুণীর আত্মহত্যা, আটক-৬।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আজাদ মিয়া(২৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া হয়েছে।
ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নে এই হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক মহিলাসহ ৫ ব্যক্তিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
এছাড়াও একই ইউনিয়নের ফড়িঙ্গা এলাকার সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলীর মেয়ে হাফিজা আক্তার(১৯) নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে বলেও পুলিশ সুত্রে জানা গেছে।
যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটককৃতরা হলেন, উপজেলার রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম, খলিল রহমানের দুই ছেলে সাইজুদ্দিন (সইজা) ও শহিদুর রহমান শহিদ, মৃত বেন্দু মিয়ার ছেলে ফরহাদ হোসেন, মৃত মোকছেদ আলীর ছেলে জিয়া এবং সাইফুলের স্ত্রী রোজিনা আক্তার। এরা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল(রবিবার) রাত (আনুমানিক) সাড়ে দশটার দিকে ফজর আলীর বিদেশ ফেরত ছেলে আজাদ মিয়াকে একই এলাকার রঞ্জিত খা’র ছেলে তাফাজ্জল হোসেন কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। পরে রাত গভীর হলে হট্টগুলের শব্দ শুনে নিহতের পরিবার জানতে পারে সাইফুলের বাড়িতে তাদের ছেলে আজাদকে পিটানো হচ্ছে। পরে সাইফুলের বাড়িতে গিয়ে নিহতের পরিবার রক্তাক্ত অবস্থায় আজাদের মরদেহ মাটিতে পড়ে আছে দেখতে পায়। পরে ধামরাই থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত থাকার অপরাধে এক মহিলাসহ ৫ ব্যক্তিকে আটক করেন।
এলাকাবাসী জানায়,আজাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও তার(আজাদের) হাত ও পায়ের নখ উপড়িয়ে ফেলে দিয়েছে হত্যাকারীরা। আমরা এই হত্যাকারীদের বিচার চাই।
এ বিষয়ে পুলিশ জানায়, হত্যায় জড়িত সন্দেহে এক মহিলাসহ ৫ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।