ধামরাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে উল্টো রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হলো আজ।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে আজ (১২ জুলাই) বিকেল ৫.৩০ মিনিটে বাংলার গৌরবময় এই সুপ্রাচীন ও প্রায় চার শত বছরের পুরোনো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেশের সর্ববৃহৎ রথ উৎসবের উল্টো রথযাত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি অজিত চক্রবর্তীর সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ক্রাইম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান,ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,
ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
গত ৪ জুলাই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রথ উৎসবের শুরু হয়েছিল,আজ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। মেলায় নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো হয়েছে,মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। গত কয়েক দিন ধরে পুলিশ র‌্যাব গোয়েন্দা বাহিনী সহ সকল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। আজ ঠিক উল্টো রথেও একই ব্যবস্থা গ্রহন করার হয় বলে জানালেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ।
প্রতি বছরের মতো এবারো পুরো অনুষ্ঠানাটি পরিচালনা করেছেন ধামরাই মাধব মন্দির ও রথ মেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন।
ভারতের পুরি ও মাহেশের রথের পরেই উপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ধামরাইয়ের এই রথ উৎসবকে কেন্দ্র করে রথ উৎসবের শরু থেকেই সাধারন মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতি দিন হাজার হাজার ভক্ত আগত দর্শকদের ভীড়ে মেলাঙ্গন জমজমাট, রথ মেলাকে কেন্দ্র করে মেলাঙ্গন জুড়ে বসছে সহস্রাধিক বিভিন্ন শ্রেণীর ষ্টল।
আজ ৯ দিন পর আজ ১২ জুলাই অনুষ্ঠিত হয়েছে উল্টো রথযাত্রার এ উৎসব। পূর্বের ন্যায় মাধব ও তার সহচরদের রথে চড়িয়ে পুনরায় ভক্তরা টেনে এনেছে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়। এখান থেকে মূর্তি গুলি চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে।