ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় ১ জন নিহত আহত ১০

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় জাহাঙ্গীর বাবু(২০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশ জন।

নিহতদের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার চড় কৃষ্ণপুর গ্রামে।আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুঘর্টনায় আহত যাত্রী লিপি বেগম জানান সাতক্ষীরা থেকে ঢাকা গামী যাত্রীবাহী বাসটি সকালে দূঘর্টনাস্থলে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খোলা জায়গায় উল্টে যায় এসময় জাহাঙ্গীর বাবু নামে এক পথচারী চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাসটিও জব্দ করা হয়েছে। বাস চালককে আটক করা সম্ভব হয়নি।