প্রচ্ছদ অপরাধ ধামরাইয়ে সরকারী প্রাথমিক স্কুলের শিক্ষক ইয়াবাসহ গ্রেফতার।

ধামরাইয়ে সরকারী প্রাথমিক স্কুলের শিক্ষক ইয়াবাসহ গ্রেফতার।

ধামরাইয়ে বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহফুজুর রহমান(৩৮) নামে এক সহকারি শিক্ষককে ১২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ সোমবার (২৫ মার্চ) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বাওজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে বাওজা গ্রামের মোঃ হাসান আলীর ছেলে বলে জানাগেছে।

এলাকাবাসি সুত্রে জানাযায়, উপজেলার বাস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহফুজুর রহমান(৩৮) শিক্ষকতার আড়ালে সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে দিনের বেলায় বাওজা এলাকা থেকে ১২পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

এ ঘটনায় এস আই আব্দুল লতিফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩০।
এই ব্যাপারে ধামরাই থানার (এস.আই) আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুল শিক্ষক মাহফুজুর রহমান দীর্ঘদিন যাবত

ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করি।