ধামরাইয়ে ৩২জন মৎস্য খামারীদের মধ্যে প্রদর্শনী উপকরন বিতরণ

Loading

ধামরাই উপজেলা মৎস্য অফিস বাস্তবায়নে ও এনএটিপি এর আওতাধীনে গতকাল বুধবার
উপজেলা ৩২জন মৎস্য খামারীদের মধ্যে (মৎস্য খাবার) হিসেবে প্রদর্শনী উপকরন বিতরণ
করা হয়েছে উপজেলা পরিষদ চত্বর মাঠে।

ধামরাই উপজেলায় সরকারি মৎস্য খামার ১৭০টি,আর বেসরকারি
মৎস্য খামার ১৩০টি।

খামারীদের মধ্যে উপকরন বিতরণের সময়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো: আলমগীর। এসময় উপস্থিত থাকেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, প্রাণি সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, ঢাকা ফিশারীজ কোয়ারেনটাইন অফিসার মামুনুর রশিদ, উপজেলা মৎস্য সহকারি কর্মকর্তা আবুল বাসার প্রমুখ।
ধামরাই ১৬টি উপজেলার ৩২ জন মৎস্য খামারীদের মধ্যে প্রদর্শনী উপকরন বিতরণ করেন, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো: আলমগীর।এছাড়া পোনা মাছ বিতরণ করা হয়।

ছবি ক্যাপশন-ধামরাই ১৬টি উপজেলার ৩২ জন মৎস্য খামারীদের মধ্যে প্রদর্শনী উপকরন বিতরণ করেন, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো: আলমগীর।