ধামরাই আমতা ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলনে জেঠাইল এলাকায় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারণ সম্পাদক প্রার্থী আরিফ হোসেনের পক্ষের ৬ জন আহত হয়েছেন।

শনিবার বিকালে আমতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী আরিফ হোসেন ও ইব্রাহিম মিয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় হারুন, সুলতান, ফিরোজ, স্বপন, আনোয়ার, রুবেলসহ আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি গাড়ি ভাংচুরেরও খবর পাওয়া গেছে।

জানা গেছে, আমতা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ছিল বাউখন্ড মাজার মাঠে। এ সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রর্থী আরিফ হোসেনের গ্রুপ মিছিল বের করে বাউখন্ড মাজার মাঠে যাওয়ার সময় ইব্রাহিম এর বাড়ির সামনে মদিনা মার্কেটে আসার সাথে সাথেই প্রতিপক্ষ ইব্রাহিম মিয়ার গ্রুপের লোকজন ওই মিছিলে হামলা করে। এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আরিফ হোসেন বলেন, আমি যাতে সম্মেলনে যোগ দিতে না পারি সে জন্য প্রতিপক্ষের লোকজন আমার সমর্থকদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায়।

আমতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
২টি অ্যাটাচমেন্ট