ধামরাই উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিট্যাল মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরন।

আজ ২৭শে ‘মে রোজ- সোমবার বিকাল ৪ ঘটিকার সময় ধামরাই উপজেলা মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি’দের হাতে একযুগে একটি করে ডিজিট্যাল মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি -ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য— জননেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ ও ধামরাই উপজেলা প্রশাসন।

ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ ধামরাই এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমেদ বলেন- বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার সরকার। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচী হাতে নিয়েছে। শিক্ষায় বর্তমান সরকার যে সমস্ত কর্মসূচী নিয়েছে বিশ্ব কোন সরকার এমন প্রদক্ষেপ গ্রহন করতে পারে নাই।

আগামীতে শিক্ষার উন্নয়নে আরো যুগান্তকারী কর্মসূচী গ্রহন করতে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগেের সভাপতি আলহাজ্ব গোলাম কবীর,মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক বীরমুক্তিযোদ্বা শওকত হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামীলীগেন যুগ্ন সা: সম্পাদক মো: মিজানুর রহমান মিজান, সোনোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- কাজী আল রাশেদ মামুন,

এ’সময় আরো উপস্হিত ছিলেন ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন,
ধামরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন, ধামরাই উপজেলা ও পৌর শাখার
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।