ধামরাই উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ধামরাই উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ১৪তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ।২৭.২৮.২৯ (জানুয়ারী ২০২০) সোম, মঙ্গল,বুধবার তিন দিন ব্যাপি ধামরাই পৌরসভা বাজার যাএাবাড়ী মাঠপ্রাঙ্গণে প্রত্যেহ বাদ আছর অনুষ্ঠিত হবে।হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম এর উপস্থাপনায়, মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রথম দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লাম আশরাফ আলী নিজামপুরি,২য় বক্তা মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসেমী, ৩য় বক্তা মাওলানা মুফতি সানাউল্লাহ সাহেব।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলায় চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, বিশেষ মেহমান ইউ,পি,চেয়ারম্যান বৃন্দ।
হা, মাও,আনোয়ার হুসাইন মুর্তজা এর সভাপতিত্বে দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন
আল্লামা শাহ আলম গৌরখফুরী, ২য় বক্তা মুফতি রিজওয়ান রফিকী, ৩য় বক্তা মাওলানা মুফতি জুনায়েদ কাসেমী, ৪র্থ মাওলানা আব্দুল্লাহ সাহেব।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ মেহমান ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
মাওলানা মুফতি আশরাফ আলী এর সভাপতিত্বে তৃতীয় দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা,২য় বক্তা মুফতি নজরুল ইসলাম কাসেমী,৩য় বক্তা হাফেজ খোরশেদ আলম সাহেব।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, বিশেষ মেহমান কাউন্সিলর বৃন্দ ধামরাই পৌরসভা।ধামরাই ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আশরাফ আলী উক্ত ওয়াজ মাহফিলে সবাইকে দাওয়াত জানিয়েছেন।