ধামরাই কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কদম আলী সরকারের বাড়িতে সন্ত্রাসী হামলা।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকা জেলা ধামরাই উপজেলায় জমি দখলের উদ্দেশ্য কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কদম আলী সরকারের বাড়িতে মুলফত আলী, রেজাউল করিম, মুসতাক, মোয়াজ্জেম হোসেন বহিরাগত সন্ত্রাসী একই গ্রামের উহাব মিয়া, ইব্রাহিম, ওয়ার্ড মহিলা মেম্বারের ছেলে ইমরান সহ ১০-১৫ জনের সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্রসহ হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা আক্রান্তের বাড়ির গাছ কেটে নেয় । চেয়ারম্যান কদম আলী সরকারের ছেলে মর্তুজ আলীর পৈত্রিক সম্পত্তি দখল করাই ছিলো মূল উদ্দেশ্য। বিগত ৩ মাস যাবত এই সন্ত্রাসীরা নানা ভাবে ভুক্তভুগিকে হুমকি দিয়ে আসছিলো, যার প্রেক্ষিতে তিনি ধামরাই থানায় সাধারন ডায়রি করেন।
এর পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এর সমাধানের চেষ্টা করেন কিন্তু তাদের মধ্যস্থতা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা অব্যাহত রাখে। ভুক্তভুগি আদালতের শরণাপন্ন হন এবং বিজ্ঞ আদালত বিবাদীকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
এর পরেও সন্ত্রাসীরা আদালতের নোটিশ উপেক্ষা করে আবার হামলা চালায় এবং বাদীকে মিথ্যা মামলার চেষ্টা করছে।
মর্তুজ আলীর বড় ছেলে ঢাকা জেলা তাঁতীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক হওয়াতে রাজনৈতিক প্রতিহিংসা ও জমি দখলের জন্য বিবাদীগণ চিনহিত বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হওয়া সত্ত্বেও কিছু আওয়ামীলীগ সংশ্লিষ্ট ব্যক্তি তাদের প্রশ্রয় দিচ্ছে।