ধামরাই থানা প্রাঙ্গণে কম্পিউটার ও প্রিন্টার বিতরন”

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : আজ মঙ্গলবার (৬ আগস্ট ) সন্ধ্যায় ধামরাই থানা প্রাঙ্গনে কম্পিউটার ও পিন্টার মেশিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাফিজ-নাজনীন ফাউন্ডেশন এর আয়োজনে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কম্পিউটার ও প্রিন্টার মেশিন বিতরন করেন ঢাকা জেলার বিশিষ্ট শিক্ষা অনুরাগী পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার( উত্তর) সাইদুর রহমান, ঢাকা জেলা সাভার সার্কেল এর সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান, ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মৃদুল মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।