ধামরাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঃ আজ ১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর।
সারা দেশের ন্যায় ঢাকা জেলার ধামরাই উপজেলা প্রশাসন কর্তৃক এক বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
সকাল ১১ টায় র‍্যালিটি উপজেলা মাঠ থেকে শুরু করে ধামরাইয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার উপজেলা মাঠে এসে সমাপ্ত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন— ধামরাই উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।
বিশেষ অতিথি- হিসেবে উপস্হিত ছিলেন- পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র – আলহাজ্ব গোলাম কবীর মোল্লা । উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ , মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন (মুক্তা ) সহ সাংবাদিক বৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ সুধীজন।