আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পত্নীতলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার সকাল উপজেলা পরিষদে চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজমুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু সোয়েব খান, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমূখ।