নওগাঁর মান্দায় ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Loading

আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার দাসপাড়া এলাকায় স্থাপিত এআরএম ব্রিক্স নামের একটি ইটভাটায় বোরবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ওই ভাটার ম্যানেজারসহ সকল শ্রমিকরা গা ঢাকা দিয়েছে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত জাহাঙ্গীর আলম ওই ভাটায় কাজ করার জন্য রোববার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়। এরপর পরিবারের লোকজন ওই ভাটা থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ভাটার শ্রমিকরা গা ঢাকা দিয়েছে বলেও জানান তারা। লাশের গলায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নিহত জাহাঙ্গীরকে দাফনের প্রস্তুতি চলছে। গোসলের পর কাফন পরিয়ে লাশ খাটিয়াতে রাখা হয়েছে। কবর খননসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যে। স্থানীয়দের দাবি, ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোন কারণ নেই। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাদের অভিযোগ, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই ভাটামালিক সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন ও তার লোকজন নিহতের পরিবারকে ম্যানেজ করে তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা করছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানার একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।