প্রচ্ছদ ছবি নতুন করে ডেঙ্গু আক্রান্ত আরও ২৭০ রোগী হাসপাতালে

নতুন করে ডেঙ্গু আক্রান্ত আরও ২৭০ রোগী হাসপাতালে

Loading

নতুনদের মধ্যে ২৪০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রাগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১৪৫ জন এবং অন্যান্য বিভাগে রোগী ভর্তি রয়েছেন ৯৩ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ৩১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৭ হাজার ২৫১ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ৯৮২ জন রোগী।

ডেঙ্গু প্রকোপের এ সময়ে বাসাবাড়িতে অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে পানি জমতে না দেওয়াসহ দিনে ও রাতে মশারি টানানোর পরামর্শ বিশেজ্ঞদের।