সৈয়দ রুবেল ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
১২/০৯/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে নলছিটি থানা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
এতে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার লোজন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, নলছিটি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লষ্কর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, সহ-সভাপতি তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান সোহরাফ হোসেন বাবুল মৃধা, মো. মান্নান শিকদার, মো. কবির হোসেন হাওলাদার, মো. মাসুদুর রহমান সালাম, এনামুল হক শাহীন, মো. নাসির উদ্দিন আহম্মেদ, সেরাজুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ হোসাইন আহম্মেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিপ্লব, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো, শিউলী বেগম, প্রমুখ ।
সভা সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।