নলছিটির রুম্মান হত্যার ঘটনায় ৪দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর বিক্ষোভ ।

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ নলছিটিররুম্মান হত্যার ঘটনায় ৪দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় জিরো পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

০৭/০১/২০২১ইং তারিখ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী ঝালকাঠি জেলার সীমান্তবর্তী দপদপিয়া জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।

গত ০৩/০১/২০২১ইং তারিখ রোববার সন্ধ্যায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দবদবিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দপদপিয়া গ্রামে প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হয় বিএ প্রথম বর্ষের ছাত্র আনিস বিশ্বাস রুম্মান।

লেখা পড়ার পাশাপাশি দবদবিয়া ব্রীজের টোল আদায়ের চাকুরীও করতো রুম্মান ।

এ ঘটনার পরদিন নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু হত্যা কান্ডের ৪দিনেও আসামীরা কেউ গ্রেপ্তার না হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী এবং রুম্মানের স্বজনরা শত শত নারী পুরুষ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।

এসময় বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালিসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।

এসময় ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্তকর্তা গিয়ে আসামী গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা অবরোধ ভেঙ্গে দেয় ।