প্রচ্ছদ ছবি নাটোরের লালপুরে আগুনে পুড়ে জাহিদ (১২) মৃত্যু .।

নাটোরের লালপুরে আগুনে পুড়ে জাহিদ (১২) মৃত্যু .।

Loading

মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধিঃ লালপুর উপজেলার পানসি পাড়া গ্রামের মৃত.শ‌ওকত ঘরামির ছেলে জাহিদ (১২) নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মৃত্যু হয়েছে ।

এলাকাবাসী জানায় মৃত শওকত আলীর স্ত্রী জাইমন বেগম শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, এলাকায় ভিক্ষা করে সংসার পরিচালনা করেন। একমাত্র ছেলে জাহিদ সেও মানুষিক প্রতিবন্ধী, প্রতিদিনের ন্যায় আজকেও ভিক্ষা করতে যায়, যাওয়ার সময় প্রতিবন্ধী ছেলে জাহিদকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে ভিক্ষা করতে গেলে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে , অল্পসময়ের মধ্যেই বসত ঘরে আগুন ধরলে, আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন , ও নিজেরাই উদ্ধারের কাজে যোগদেন , ততোক্ষণে ঘরের মধ্যে আটকে থাকা জাহিদ আগুনে পুড়ে মারা যায়,