নিরাপদ সড়ক চেয়ে রাস্তায় শিক্ষার্থীরা

Loading

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজার সংলগ্ন সাকা মাড়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত ও আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার উপজেলার ছাইতানতলা করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর- সুন্দরগঞ্জ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। নিহত সুমি আক্তার ও আহত শিক্ষার্থী শাহানা আক্তার ওই বিদ্যালয়ের ছাত্রী।

বুধবার (২০শে মার্চ ) নিহত সুমি আক্তার ও আহত শাহানা আক্তার প্রতিদিনের মতই একই বাই সাইকেলে দুই বান্ধবী বিদ্যালয়ে যাচ্ছিল এমত অবস্থায় রংপুর -সুন্দরগঞ্জ গামী একটি ট্রাক ছাইতানতলা বাজার সংলগ্ন সাকা মাড়া ব্রিজের সামনে তাদের ধাক্কা দিলে ওই শিক্ষার্থীরা দূর্ঘটনার স্বীকার হয়।ঘটনাস্থলে সুমি মারা যায়।

সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানান। এছাড়া মানববন্ধনে বিদ্যালয়ের সামনে সড়কে দুটি স্থানে স্পিড ব্রেকার স্থাপন, স্কুল চলাকালীন মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধ ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়,ট্রাক চালক কে দ্রুত গ্রেফতার,ভাংগা রাস্তাঘাট মেরামত,বিদ্যালয়ের পাশে প্রতিটি মোড়ে মোড়ে ল্যাম্পপোস্ট, ফিটনেস বিহীন যেসকল গাড়ী গুলো রয়েছে সেগুলো কে বাতিল করতে হবে, যে সকল গাড়ী ও গাড়ী চালকের লাইসেন্স নাই তাদের দ্রুত নিবন্ধনের আওতাভুক্ত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে ২নং ইউপি (সোনারায়ের] চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের সভাপতি সৈয়দ বছির আনজুম,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের প্রচার সম্পাদক মোঃজসিম উদ্দিন,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম,সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃতৌফিক খন্দকার।

এছাড়াও সুন্দরগঞ্জ ব্লাডডোনার ক্লাবের কার্যকারী সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাহাদাত, আমিনুল,ফারুক,আল-আমিন,সাংবাদিক ও লেখক সুদিপ্ত শামীম প্রমুখ।