পীরগন্জ উপজেলা আ’লীগ ত্রি- বার্ষিক কাউন্সিলে সভাপতি ইমদাদুল, সাধাঃ সম্পাঃ বিপ্লব নির্বাচিত ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে মডেল স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এম পি। সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি ইমদাদুল হক, এবং সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা।

প্রধান বক্তা ছিলেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী। এছাড়াও সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম।

অতিথিদের বক্তব্য শেষে পরে গোপন ব্যালটের মাধ্যমে ইমদাদুল হক ২৩৩ ভোট পেয়ে সভাপতি এবং রেজওয়ানুল হক বিপ্লব ২০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রার্থী আকতারুল ইসলাম পেয়েছেন ১৬৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী পেয়েছেন ১৯৫ ভোট।