প্রচ্ছদ ছবি প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি, কালিয়াকৈরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি, কালিয়াকৈরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

Loading

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস, কালিয়াকৈর বাসস্ট্যান্ড ও চন্দ্রা ত্রীমোর এলাকায় পৃথক ভাবে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংঘঠনের নেতা কর্মীরা এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

এই সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

এইসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার,পৌর লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, পৌর লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।