প্রচ্ছদঅর্থনীতিপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাণীশংকৈল প্রাথমিক শিক্ষা বিভাগের ৫১৪৩৩৮ টাকা প্রদান
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাণীশংকৈল প্রাথমিক শিক্ষা বিভাগের ৫১৪৩৩৮ টাকা প্রদান
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীগণের বাংলা নববর্ষের মোট প্রাপ্ত বৈশাখী ভাতার ২০% অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা প্রদানের যে মানবিক আহবান জানিয়েছেন তা বাস্তবায়ন করলেন রাণীশংকৈল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। জানাগেছে ২০ এপ্রিল সোমবার সোনালী ব্যংক রাণীশংকৈল শাখার মাধ্যমে ৫ লক্ষ ১৪ হাজার ৩ শত ৩৮ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছে উপজেলা প্রথমিক শিক্ষা পরিবার।
এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান জানান, উপজেলায় ৫ জন কর্মকর্তা, ৭৯১ জন প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক এবং ৪০ জন দপ্তরীর নিকট থেকে বৈশাখী ভাতার ২০% কর্তনকৃত অর্থ প্রদান করা হয়েছে। যা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হবে।
তিনি দেশের এ করোনা পরিস্থিতিতে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারসহ সকলকে নিজ বাড়িতে নিরাপদে থাকার আহবান জানান।