প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ১১ মার্চ ।

Loading

প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ মার্চ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।
১১ মার্চ সকাল ৮টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

বুধবার ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।

এর আগে গত সোমবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রেজিস্টার ভবনে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের পরিবেশ পরিষদের বৈঠক। গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণবিধি নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন এতে অংশ নেয়।