ফেসবুকে কমেন্টের জেরে যুবলীগ নেতা পোশাক শ্রমিক কে মারধর , গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক ঃ সাভারে আশুলিয়ায় ফেসবুকের একটি পোস্টে যুবলীগের এক নেতার বিরুদ্ধে লাইক-কমেন্টের জেরে পোশাক শ্রমিকের মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এঘটনায় অভিযুক্ত রাজন ভূইয়া নামে এক যুবলীগ নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় আশুলিয়া হামিমের ০৩ নাম্বার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১২ নভেম্বর দুপুরে আশুলিয়ার বেরণ তেতুঁলতলা এলাকায় হারুন (২৫) নামে ওই পোশাক শ্রমিক কে মারধর করে জখম করা করা হয়। এরপর রাজধানীর ন্যাশনাল ইনস্টিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা শেষে ১৬ নভেম্বর আশুলিয়া থানায় আট জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন হারুন।

গ্রেপ্তার রাজন ভূইয়া (৩৫) আশুলিয়ার নরসিংহপুর সোনা মিয়া মার্কেট এলাকার মোঃ বারেকের ছেলে। সে আশুলিয়া থানার ইয়ারপুর ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী বলে জানা যায়।

আশুলিয়ার বেরণ এলাকার বাসিন্দা ভুক্তভোগী পোশাক শ্রমিক হারুন জানান, গত ১২ নভেম্বর দুপুরে জামগড়া তেতুঁল তলা এলাকায় পৌছলে ইয়ারপুর ইউপি যুবলীগ নেতা সোহেল সরকারের লোকজন তাকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের বিরুদ্ধে ফেসবুকের একটি পোস্টে কমেন্ট-লাইক কেন দিয়েছি তা জানতে চায় তারা। কিন্তু ওই লাইক-কমেন্ট আমার এক বন্ধুর ছিল। তারপরও রাজন ভূইয়া, সোহেল সরকার, সাগর, টগর, আরাফাত ও জুয়েলসহ ১০-১২ জন তাকে বেধরক পেটাতে থাকেন। এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন জানান, ইয়ারপুর ইউপি যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । এখন পযন্তু রাজন ভূঁইয়া নামক একজন গ্রেপ্তার করা হয়েছে। বাঁকী দের ধরার চেষ্টা চালাচ্ছি।