বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগীয় চাম্পিয়নদের সংবর্ধনা

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগীয় চাম্পিয়ন মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদহ প্রাথমিক বিদ্যালয় দলকে গতকাল মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়েছে। খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী (ডিএস) মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়ির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষে অতিথি ছিলেন খুলনা টিভির চেয়ারম্যান এএইচএম জামাল উদ্দিন, জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবউদ্দিন আহমেদ প্রধান শিক্ষক প্রভাস কুমার বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের খেলোয়ার দলকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য এ বিদ্যালয়ের ৯ জন মেয়ে ফুটবলার জাতীয় দল এবং ১২ জন মেয়ে খেলোয়ার বিকেএসপিতে খেলোয়ার হিসেবে রয়েছে। এ বিদ্যালয় দু’বার খুলনা বিভাগীয় চাম্পিয়ন ও দুবার জাতীয় পর্যায়ে রানার আপ হয়েছে।