প্রচ্ছদ ছবি বিএনপি নির্বাচন চায় না বলে আন্দোলনের হুমকি দিচ্ছে: কৃষিমন্ত্রী

বিএনপি নির্বাচন চায় না বলে আন্দোলনের হুমকি দিচ্ছে: কৃষিমন্ত্রী

Loading

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নির্বাচন চায় না বলেই আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে না বলেই বিএনপি নির্বাচন চায় না। তারা যে কোনো মূল্যেই এই সরকারের পতন ঘটাতে চায়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপিকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের আওয়ামী লীগের এ নেতা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন যথেষ্ট সক্ষম। দেশে এখন একটি নির্বাচিত এবং বৈধ সরকার রয়েছে। এ ধরনের আন্দোলনের হুমকি দিয়ে তারা সরকারের পতন ঘটাতে পারবে না।

মন্ত্রী বলেন, তারা নির্বাচন চায় বলে আমার মনে হয় না। নির্বাচনই চায় না, নির্বাচন কমিশন তো পরের কথা। নির্বাচন যদি চাইত তাহলে তারা আমাদের সঙ্গে আলাপ-আলোচনায় আসত। ২০১৪ সালেও তারা আমাদের সঙ্গে আলোচনায় আসেনি।
২০১৮ সালে নির্বাচনে আসলেও বিএনপি আন্তরিক ছিল না দাবি করে তিনি বলেন, তাদের পায়ের নিচে মাটি নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন। খালেদা জিয়া তারেক জিয়া, দুজনই দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে আছেন। আদৌ নির্বাচন করতে পারবে কী না, সেজন্য তারা যে কোনো মূল্যে এ সরকারের পতন ঘটাতে চায়। কাজেই তারা সেটা (নির্বাচন) চায় না।

এসময় নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, দেশের বিশিষ্টজনদের নিয়ে গঠিত নবনির্বাচিত নির্বাচন কমিশন একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন।