বিএনপি ষড়যন্ত্র করে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেড আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়।
জাতীয় নির্বাচনকে বিশ্ববাসীর কাছে তাদের প্রভুদের সহায়তায় একটি অ-গ্রহণযোগ্য নির্বাচন করাতে চায়, তাঁর আলামত আমরা দেখতে পাচ্ছি।
বৃহস্পতিবার (২৩ জুন)দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা
বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কালিয়াকৈর বাসষ্টেশন প্রাঙ্গনে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার
মোশারফ হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তোফাজ্জাল হোসেন রানা, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল,
সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তুষার. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়,সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক প্রমূখ।