বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর টোলঘর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক-১

Loading

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চীন মৈত্রী সেতু বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর টোলঘর এলাকা থেকে রোববার রাত সোয়া ১০ টার দিকে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বাঘ দুর্গাপুর গুচ্ছগ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৬)। ডিবি পুলিশের এস.আই মোঃ আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গোপন সংবাদে জানতে পারি ফেনসিডিল বহন করে এক ব্যক্তি শহরের দিকে আস। খবর পাবার পর টোলঘরে ওঁৎ পেতে থাকি।

পরবর্তীতে এক ব্যক্তি আসলে ৭০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান, এস.আই আব্দুল্লাহ জাহি। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়ে।