পোরশায় আম ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

Loading

ফরমালিন দেয়া এবং মেয়াদপূর্তির আগেই গাছ থেকে আম পাড়ায় সাজেমান (৫৫) নামে এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২৫মন ল্যাংড়া আম জব্দ করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পলাশডাংগা আতাউর রহমান মাস্টারের বাগান থেকে তাকে আটক করা হয়। সাজেমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের মৃতু ওয়াজেদ আলীর ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমে ফরমালিন মেশানো হচ্ছে এমন সংবাদ পেয়ে পলাশডাংগা আতাউর রহমান মাস্টারের বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতে নাতে সাজেমান আটক করে বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, সাজেমানকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত আমগুলির মধ্যে ১৫ মন আম ধ্বংস করা হয় এবং বাঁকী আম পোরশা বড় মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে।