বেনাপোলে হুন্ডির ৬ লাখ টাকাসহ পাসপোর্ট যাত্রী আটক ।

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও ২ টি নতুন মোবাইলসহ আবু সাহেদ (৪৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে আইসিপি বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।আটক সাহেদ খুলনা জেলার দিঘুদিয়া থানার জুংগোশিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। তার পাসপোর্ট নং-ইঊ-০৬৭৩১৯৪।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি, একজন হুন্ডি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চেকিংপয়েন্টে অবস্থান নেয়। এ সময় আটক আবু সাহেদ বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে আসলে বিজিবির চেকিং পয়েন্ট পার হয়ে চলে যাবার সময় বিজিবি তাকে আটক করে ।পরে তার কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও ২ টি নতুন মোবাইল পাওয়া যায়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।