বেনাপোলে ৫টি খাবার হোটেলের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে পাঁচটি হোটেল-রেস্তোরার মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার(২৪শে ডিসেম্বর) সকালে বেনাপোলে ৫টি খাবার হোটেল ও রেস্তোরায় স্যানিটারি ইন্সপেক্টরের উপস্থিতিতে ভোক্তা অধিকার আইনে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী অভিযান পরিচালনা কালে হোটেল গুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করছে এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সংরক্ষণ ও প্রদর্শন করেনি। উপর্যুক্ত অপরাধে এবং লাইসেন্স না থাকার কারণে সৌরভ হোটেলকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার),শাপলা হোটেলকে ৫০০০০/-(পঞ্চাশ জাজার) এবং আরব চাইনিজ রেস্টুরেন্টেকে ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়। মর্বমোট ১১০০০০/-(এক লাখ দশ হাজার) টাকা অর্থ আদায় করেন।শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, শার্শা উপজেলার সকল হোটেল গুলোকে আগামী ১সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার নির্দেশ দেয় এবং অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।