প্রচ্ছদ অর্থনীতি বেনাপোল কাস্টম হাউস ও ঢাকা চেম্বার অব কমার্সের উদ্দ্যোগে বাণিজ্য সংলাপ

বেনাপোল কাস্টম হাউস ও ঢাকা চেম্বার অব কমার্সের উদ্দ্যোগে বাণিজ্য সংলাপ

বেনাপোল কাস্টম হাউস ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সোমবার বিকালে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজিকরণ শীর্ষক বাণিজ্য সংলাপ অনুষ্টিত হয়েছে।

এ সংলাপে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষসহ বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্সের সহসভাপতি ইমরান আহমেদ ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহসভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা প্রমূখ।